স্টাফ রিপোর্টার : রাস্তা নয় যেনো মরন ফাঁদ। মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাটি ঢেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে নীরব ভূমিকায় সড়ক ও জনপথ বিভাগ। মতলব পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ স্থানে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। অথচ এই সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। জৈনপুর এক্সপ্রেসের ড্রাইভার মোবারক হোসেন জানান, এ সড়কে দেড়শতাধিক বাক রয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে গর্ত থাকার কারণে প্রায়ই আমরা দুর্ঘটনায় পতিত হই। বিশেষ করে রাতের বেলায় অন্য জেলার ড্রাইভাররা এখানে দুর্ঘটনায় পড়ে বেশি। সিএনজি চালক জালাল উদ্দিন খান জানান, মতলব-বাবুরহাট-পেন্নাই সড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীতমুখী যানবাহনগুলোতে সাইড দিতে গিয়ে আমরা দুর্ঘটনার শিকার হই। বাসযাত্রী ব্যবসায়ী লোকমান হোসেন জানান, সড়টিতে এমনিতেই একটু পর পর বাক। তারউপর গত ৬ মাস যাবৎ সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় এখানে দুর্ঘটনা ঘটে বেশি। আমরা এর নিস্তার চাই। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীগের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি আপনার মাধ্যমে অবগত হয়েছি। শিঘ্রই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।