চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার সকলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ ইউপি চেয়ারম্যানদের এবং উপজেলা পরিষদে মিলনায়তনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ইউএনও সানজিদা শাহনাজ পৃথক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, চট্টগ্রামে লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দাউদ হোসেন চৌধুরী , উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন শপথ গ্রহণ করেন ১১ই নভেস্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান বাগাদী ইউপির আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বিষ্ণুপুরের শামিম খান, তরপুরচন্ডীর ইমাম হাসান রাসেল গাজি, মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটোয়ারী, রামপুর ইউনিয়নের আল মামুন পাটোয়ারী, বালিয়া ইউনিয়নের রফিক উল্লাহ পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু পাটোয়ারী, আশিকাটি ইউনিয়নের বিল্লাল হোসেন গাজী, শাহমাহমুদপুর ইউনিয়নের নান্টু পাটওয়ারী।