ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব বাজারের স্বর্ণ ব্যবসায়ী অজয় সাহার পরলোকগমন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব বাজারের কল্পনা জুয়েলার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও জগন্নাথ মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক অজয় সাহা (৪৫) পরলোকমগন করেছেন (দিবানং লোকানং স্বগচ্ছেতু)। ১৬ ফেব্রুয়ারি রাত ১টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মতলব পৌরসভার কলাদীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার পিতার নাম স্বর্গীয় বজ্রবাসী সাহা।
১৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় অজয় সাহার মরদেহ মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে আনা হয়। সেখানে তাকে মন্দির কমিটি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী, জগন্নাথ মন্দিরের দুর্গা পূজা উৎসব কমিটির সভাপতি পিতুষ সাহা, প্রয়াত অজয় সাহার ছোট ভাই বিজয় সাহা। বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের সেবাইত অজিত চক্রবর্তী। পরে মতলব উত্তরের নান্দুরকান্দিস্থ মহাশ্মশানে প্রয়াত অজয় সাহার মরদেহ সৎকার করা হয়। এদিকে অজয় সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহির সরকার, মতলব পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রোটাঃ উত্তম ঘোষ, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন সরকার লিখন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, জাগো হিন্দু পরিষদের চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটাঃ সজল ঘোষ, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক নন্দ দুলাল ঘোষ, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ