স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ২৫ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়।
জানা গেছে, চূড়ান্ত প্রার্থীদেরকে শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তাদের হাতে তুলে দেয়া হবে। আগামী ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ। চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন : নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুল আল মামুন, উপাদী উত্তর ইউনিয়নের মোঃ শহীদুল্লাহ প্রধান ও উপাদী দক্ষিণ ইউনিয়নের মোঃ গোলাম মোস্তফা। এদিকে ৪টি ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় করায় স্ব স্ব ইউনিয়নবাসী অভিনন্দন জানিয়েছেন।