স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী মৌজায় চলমান ডিজিটাল ভূমি জরিপ পরিদর্শন করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-সচিব মোঃ আফজালুর রহমান। ৫ ফেব্রুয়ারি পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ প্রধানসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ এবং স্থানীয় জনগণ।