স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। গত ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এই উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাটওয়ারী, বিভুতি ভূষণ মজমুদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।