স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীতে জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ৬ মার্চ বিকেলে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে নদীতে জাটকা আহরণকালে ২টি চায়না রিং চাঁই, ২০টি গচি জাল এবং ১ লাখ মিটার কোনা জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা মৎস্য বিভাগের মৎস্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।