ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারী) বেলা ২টায় ৬ নং কলাকান্দা ইউপির ৩ নং ওয়ার্ডে দশানী লঞ্চ ঘাটের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ ফাঁড়ির এসআই নিদুল চন্দ্র কোপালী।

তিনি জানান, উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক (৫৫) বছর হবে।মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এস আই নিদুল চন্দ্র কোপালী ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, লাশটি ভাসমান অবস্থায় ছিলো। মৃতদেহের শরীর থেকে অনেকাংশে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর