স্টাফ রিপোর্টারঃ
বুধবার (১২ জানুয়ারী) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের নবনির্বাচিত ১৭ ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
উপজেলা অডিটোরিয়ামে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন।
এসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন তাই মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে আদর্শ আউপজেলা করে তুলবো। আগামী ২ বছরের মধ্যে মতলবের কোন রাস্তা ঘাট ভাঙ্গা থাকবে না বলেও অঙ্গীকার করেন তিনি।’
তিনি আরও বলেন, নারীদের প্রতি প্রধানমন্ত্রী সর্বদা সক্রিয়ভাবে কাজ করে চলেছে। স্বাক্ষরতার হারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অন্যতম দেশ হিসেবে পরিচিত। সর্বদিকে উন্নয়নে শেখ হাসিনা বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ। তাই বাংলাদেশে প্রধানমন্ত্রীর বিকল্প নেই বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, নারী ক্ষময়তায়নে বাংলাদেশ এখন স্ব-নির্ভর। দেশ এখন নারী নেতৃত্বে এগিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস ভূমিকায় বাংলাদেশ এখন উন্নয়নে মহাসড়কে।
ইউএনও গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট রুহুল আমিন,মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, সালেহা বেগম, নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম নবী খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার আলাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একে আজাদ,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।