ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি

চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর অংশে নদীর নাব্যতা, ইলিশের অভয়াশ্রম রক্ষা ও নদী ভাঙ্গনসহ নদীর সম্পদ রক্ষায় সার্বিক তদন্তপূর্বক সুপারিশ ও মতামতসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (খাসজমি) জহুরুল হক। অপর পাঁচ সদস্য হচ্ছেন-নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন-২) আবুল কালাম তালুকদার, একই মন্ত্রণালয়ের উপ-সচিব (অধিগ্রহণ-১) কবির মাহমুদ এবং চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ অধিশাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন পাটওয়ারীর ২ মার্চ তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশমূলে এ তথ্য জানা যায়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই কমিটি মতামত/সুপারিশ প্রণয়নপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চাঁদপুরের জেলা প্রশাসক এক প্রতিবেদনের আলোকে ভূমি মন্ত্রণালয়ের এই অফিস আদেশ।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর