স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১০৮নং পূর্ব বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লোকমান হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, বিদ্যালয়ের সাবেক সভাপতি সরকার মোঃ আঃ রব রতন, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল রাণী সরকার, দাতা সদস্য মোঃ তাফাজ্জল হোসেন মিয়াজী, সহকারী শিক্ষক প্রতিমা রাণী বেপারী, রিনা পাইক,শাহনাজ আক্তার, ফেরদৌসি আক্তার, বিজন সাহা, রুক্সি আক্তার প্রমুখ। মা সমাবেশে অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।