বলাইকান্দিতে শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের বলাইকান্দি ইন্দুরিয়া দক্ষিণ ইসলামাবাদ সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ শিলবাড়িতে অনুষ্ঠিত শ্রীশ্রী হরি মন্দিরে ১৪ ফেব্রæয়ারি মহাঅধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকটি কিত্তর্ণীয়া দল অংশগ্রহণ করেছে। ১৫ ফেব্রæয়ারি রাতে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন ও উপভোগ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি গোপাল মাস্টার, রাধেশ্যাম মাস্টার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, সাবেক ছাত্রনেতা বিষ্ণুপদ সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস,। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি প্রাণ গোবিন্দ সরকার, সাধারণ সম্পাদক অমৃত দাস, সদস্য লিটন দাস, আশিষ সরকার, সুজন রায়সহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস মন্দির কমিটির নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।