ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও ইউএনও শিউলী হরির সঞ্চালনায় আয়োজিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আশ্রাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয় এবং দিবসগুলো উদ্যাপনের জন্যে দিক-নির্দেশনা প্রদান করা হয়। এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।