ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকের প্রার্থীর উপস্থিতিতে তাদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ২০-২৫টি মোটরসাইকেল ভাংচুর করেন হামলাকারীরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের খোকন তার নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রটি গৃদকালিন্দিয়া বাজারে এলে একদল নৌকার সমর্থক মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে উঠে আসে। এসময় উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এসময় ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের খোকন বলেন, ‘আগে থেকেই আমাদের মোটরসাইকেল শোভাযাত্রা নির্ধারিত ছিল। নৌকার প্রার্থী শরীফ খাঁনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমি এর বিচার চাই।’
জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী শরীফ হোসেন খান বলেন, ‘আমার নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে ওঠার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে আমাদের ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, সংঘর্ষে বেশকিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।