ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে জাল টাকার নোটসহ আটক ২ যুবক কারাগারে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জাল টাকাসহ জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ১১ হাজার ৫’শ টাকার জাল নোট নিয়ে প্রতারণার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

৪ ডিসেম্বর শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর (২২), কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর (২৫)। এরা দুজন সম্পর্কে আত্বীয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা বাজারে ছানা উল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫’শ টাকার জালনোট দিয়ে বাকী ৪শ৬০ টাকা নিয়ে যায়। পরে পাশাপাশি নান্নুর মুদি দোকানে গিয়ে একই ভাবে মুদি মাল নিয়ে আবারো ৫শ টাকার ১টি জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানীর সন্দেহ হলে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের ডেকে জাল টাকা শনাক্ত করা হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার ৮টি এবং ৫’শ টাকার ৭টি জাল নোটসহ ১১ হাজার ৫’শ টাকা উদ্ধার করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন শনিবার দুপুরে চাঁদপুর টাইমসকে বলেন, ১১ হাজার ৫শ টাকার জাল নোট নিয়ে মানুষের সাথে প্রতারনা করার অভিযোগে আটক দু-যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ