ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের কালিরবাজারে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার সম্পদহানী হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এই ঘটনা বুধবারর ১৭ নভেম্বর দিবাগত রাতে ঘটেছে।

জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের কালির বাজারের উত্তর গলির বাবুল পাটওয়ারীর মার্কেটে হঠাৎ আগুন লেগে যায়। এতে ওই মার্কেটের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো : কামাল হোসেনের জ্বালানি তেলের দোকান, মনির মিজির হোটেল, খোকনের ভ্যারাইটিজ স্টোর এবং রতনের সেলুন ।

ক্ষতিগ্রস্থরা জানায়, অগ্নীকাণ্ডে নগদ অর্থসহ অন্তত ৩০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি টিম এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, বুধবার গভীর রাতে পুলিশের একটি টহল টিম কালির বাজার অতিক্রম কালে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লোকজনকে সংবাদ দেয়।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ