ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ন্যয় বিচার প্রতিষ্ঠা হলে ইউনিয়নের আইন শৃঙ্খলা ভাল হবে : অঞ্জনা খান মজলিশ

নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে চাঁদপরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, সাধারণ মানুষ আপনাদের উপর অনেক আশা ও ভরসা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে তারা আশা করেন। তাদের সেই প্রত্যাশা যেন পূর্ণ হয় এবং তারা যেন বিরুপ প্রতিক্রিয়া নিয়ে ফিরে যেতে না হয়। আপনারা যদি ইউনিয়নে ন্যয় বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে ওই ইউনিয়নের আইন শৃঙ্খলা অনেকটা ভাল রুপ নিবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনার এলাকার ছোটখাট সমস্যাগুলো আপনারাই সমাধান করতে পারেন। কারণ আপনারা জানেন জমি সংক্রান্ত, নারী সংক্রান্ত ও পারিবারিক কলোহ কি কারণে হচ্ছে। ঘটনাগুলো খুবই কাছ থেকে আপনাদের চিহ্নিত করার সুযোগ রয়েছে। এসব ঘটনায় অনেক সময় দেখা যায় যৌতুক ও নারী নির্যাতন মামলা হয়। এক্ষেত্রে দুপক্ষ বসেই এসব ঘটনা নিস্পত্তি করা সম্ভব। কিন্তু এসব ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। এজন্য আমি বলব আপনারা ছোট খাট বিষয়গুলো নিজেরাই নিস্পত্তি করবেন। এসব কাজগুলো করলে মামলা মোকদ্দমা কমবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনাদের উপর তাদের আস্থা আরো বাড়বে।

ডিসি বলেন, ওয়ারিশান সনদপত্র দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যাতে ন্যয় বিচার নিশ্চিত হয়। আপনাদের কারণে যেন কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। দেখাগেছে বোনরা তাদের শ^শুর বাড়ী থাকেন। এ সুযোগে ভাইরা তাদের নামে ওয়ারিশান সনদ তৈরী করে নেন। এক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নাগরিকত্ব সনদ। আমাদের এই এলাকায় কম। কিন্তু টেকনাফে কিংবা কক্সবাজারে রোহিঙ্গারা নাগরিকত্ব সনদ নিয়ে পাসপোর্ট তৈরী করছে এবং দেশের বাহিরে চলে যাচ্ছে। দেশের বাহিরে গিয়ে তারা বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে।
ডিসি বলেন, ইউনিয়ন পর্যায়ে এখন এলজিএসপিসহ সরকারের বিভিন্ন রকমে অনেক উন্নয়ন প্রকল্প। সেগুলো আপনারাই গ্রহন করেন। এ ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কাজের বিষয়ে জানাতে ওপেন বাজেট ঘোষণা করার কথা। তা উন্মুক্তই করতেবন। যাতে জনগণ সব কিছু স্পষ্টভাবে জানতে পারেন কি কি পরিকল্পনা আপনি এবছর গ্রহণ করলেন। বাজেট তৈরীর সময় তাদের মতামতও নেয়ার কথা।
তিনি বলেন, আপনাদের ইউনিয়নে যে সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে তাদের মতামত অনেক সময় উপেক্ষিত। তাদের মতামতের অবশ্যই মূল্য দিতে হবে। এলজিএসপির ক্ষেত্রে তাদের স্বাক্ষর ছাড়া আপনারা প্রকল্প পাশ করতে পারেন না। কাজের তাদের মতামতে গুরুত্ব দিবেন, স্বাক্ষর নিবেন এবং তাদেরকে নিয়ে কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় নারীর ক্ষমতায়নের কথা বলেন। কারণ ওই নারীরা কিন্তু তাদের এলাকার নারীদের প্রতিনিধিত্ব করছে এবং তাদের নিয়মিত ইউনিয়ন পরিষদে আসার বিষয়টাও নিশ্চিত করবেন।

অঞ্জনা খান বলেন, আপনাদের উপর এখন অনেক দায়িত্ব। কোভিড কালিন সময়ে টিকার জন্য আমার কমিটি করেছি। আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ১ কোটি টিকা দেয়া হবে। আমাদের চাঁদপুর জেলায় আমরা ৯১ হাজার টিকা দেয়ার টার্গেট নিয়েছি। সে আলোকে প্রত্যেক ইউনিয়নে ৯শ’ করে টিকা দেয়া হবে। এ বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদের দায়িত্ব নির্ধারণ করে দিবেন। এরপর আপনারা গ্রাম পুলিশ ও স্বেচ্ছাবেকদের নিয়ে কাজটি সঠিকভাবে তত্ত্বাবধান করবেন। আপনাদের কাজের উপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে। আমরা আপনাদের সাথে একসাথ হয়ে কাজ করার কারণে সরকারের উন্নয়নগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে। আশা করছি আপনাদের দায়িত্বগুলো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন।

অনুষ্ঠানে ৩ উপজেলার ৩১জন নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহিউদ্দীন খাল আলমগীর ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

চাঁদপুর স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক আখতার জাহান সাথীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।

নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, কচুয়া গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির হোসেন ও ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদিহাসান ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর