স্টাফ রিপোর্টার : মতলব-নারায়ণপুর-নায়েরগাঁও-পেন্নাই সড়কের নারায়ণপুর সিএনটি স্ট্যান্ডটি যানজট মারাত্মক, জনদুর্ভোগ চরমে। সিএনজি স্ট্যান্ডটি হয়ে মতলব এক্সপ্রেস, জৈনপুরি এক্সপ্রেস, মাইক্রো, ভ্যান, সিএনজি, অটোরিকশা ও মালবাহী ট্রাক্টর চলাচলের সময় মারাত্মকভাবে যানজট সৃষ্টি হয়। ফলে পথচারীসহ জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাগামী যাত্রীদের যানজটের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অথচ নারায়ণপুর সিএনজি স্ট্যান্ড হয়ে বিভিন্ন দিকে রাস্তার যানবাহন চলাচল করে থাকে। এছাড়া নারায়ণপুর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। অপরদিকে জৈনপুরী ও মতলব এক্সপ্রেসের সার্ভিসের দুটি টিকেট কাউন্টারও রয়েছে। চারিদিকের মানুষ এ বাজারে এসে ক্রয়-বিক্রয় করে থাকে। যানজট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করা জরুরি।