ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দাম কমল এলপি গ্যাসের

নতুন বছরের শুরুতেই রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার সকালে এ ঘোষণা দিয়েছে।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯২ দশমিক ৩ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে।

সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ১৭৮ টাকায় সমন্বয় করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ানো হয়। গত নভেম্বর মাসে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম বাড়িয়ে মূসকসহ এক হাজার ৩১৩ টাকা করা হয়, যা অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা এবং সেপ্টেম্বর মাসে এক হাজার ৩৩ টাকা।

তার আগে আগস্ট মাসে ৯৮৬ টাকা, জুলাই মাসে ৮৯১ টাকা এবং জুন মাসে ৮৪২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম।

সর্বশেষ - জাতীয়

জনপ্রিয় - জাতীয়