ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর বড়স্টেশন পর্যটন কেন্দ্র এখন বঙ্গবন্ধু পার্ক

চাঁদপুরের একমাত্র পর্যটন কেন্দ্র বড়স্টেশন মোলহেডের নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু পার্ক। গত ২৫ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নামটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। এখন থেকে তিন নদীর মোহনায় গড়ে ওঠা পর্যটন স্পট মোলহেডের নাম বঙ্গবন্ধু পার্ক।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মোলহেডটি বঙ্গবন্ধু পার্ক নামকরণের জন্য প্রস্তাব করি। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু পার্কে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এটা রেলের সম্পত্তি, তারা চাইলে কিছু করতে পারবে। রেলও এখানে বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্র করতে চায়। আমরা চাই বঙ্গবন্ধু পার্কে চমৎকার পরিবেশ সৃষ্টি হোক।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর