ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর বিচার বিভাগের বার্ষিক ব্যাডমিনন্ট টুর্নামেন্ট শুরু

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিচারক ও স্টাফদেও দুটি টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান। টুর্নামেন্টে ৭টি গ্রুপে ১৪ জন খেলোয়াড় অংশ নেয়। প্রতিদিন সন্ধ্যার পর ব্যাডমিন্টন মাঠে এ খেলাগুলো অনুষ্ঠিত হবে।

জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, যুগ্ম জেলা জজ-১ শাহেদুল করিম, যুগ্ম জেলা জজ-২ অরুন চন্দ্র পাল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন , জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী । অনুষ্ঠান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- এ গ্রুপে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান বনাম সহকারী জজ পারভেজ, গ্রুপ বি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামছুল ইসলাম বনাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তন্ময়, সি গ্রুপ যুগ্ম জেলা জজ-১ শাহেদুল করিম বনাম সহকারী জজ ইব্রাহীম, ডি গ্রুপে যুগ্ম জেলা জজ -২ অরুন চন্দ্র পাল বনাম সহকারী জজ বিল্লাল, ই গ্রুপে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান বনাম ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল পারভেজ, এফ গ্রুপে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোরশেদ বনাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসাইন ও জি গ্রপে খেলবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বনাম লিগ্যাল এইড অফিসার সাকিব।

অপরদিকে স্টাফদেও ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুটি গ্রুপে অংশ নেয় ১০ জুটি। এরা হলো- স্বপন বনাম নারায়ন, মঞ্জু বনাম হান্নান, হাসান বনাম শাহাজাহান, মাহবুব বনাম সোহাগ, নাসির বনাম লিটন, আলমগীর বনাম রুবেল, সোহেল বনাম শাহীন, নাদিম বনাম সাইফুল, আফজাল বনাম সালেক ও ফখরুল বনাম ফারুক।

সর্বশেষ - খেলাধুলাচাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - খেলাধুলাচাঁদপুরচাঁদপুর সদর