ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা বিএনপি’র আয়োজনে বিজয়ের শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভাের সাড়ে ৬টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস কর্মসূচি পালনের সূচনা করা হয়। এরপর সকাল ৯টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে বিজয়ের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর পদক্ষিণ শেষে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ‘অঙ্গিকার’ পাদদেশে শহীদ মুক্তিযােদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বিজয়ের

পরে বেলা ১১টায় জেলা বিএনটির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধিরীর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, ত্রিশ লাখ শহীদের প্রাণ আর দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যেসকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আজকের এই দিনে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

বিজয় দিবসের কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুররাজনীতি

জনপ্রিয় - চাঁদপুররাজনীতি