ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে নদীপারের শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান

চাঁদপুরে ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত ‘নদীপারের শিশুদের নিয়ে স্বাস্থ্যসেবা’ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে অভিভাবক এবং শিশুদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর চান মিয়া মাঝি।
শুভসংঘ, চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, পশ্চিম বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি হারুন অর রশিদ জাকির প্রমুখ।
এ ছাড়া সংগঠনের চেয়ারম্যান আনাস ইবনে আলমগীর, ভলান্টিয়ার জুবায়ের হোসেন, সভাপতি আঞ্জুমান আরা আসকা, সাধারণ সম্পাদক তামজিদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহতাসিনা তানি, শিশু গবেষক সাহিরা নাছির, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ওমায়ের মাহমুদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার তাসনিয়া আক্তার, শিশু সাংবাদিক সপ্তক বিশ্বাস, জোবায়েদা জোয়া উপস্থিত ছিলেন। এতে এনসিটিএফের পক্ষ থেকে নদীপারের শতাধিক শিশুকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর