ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে তিন সপ্তাহ পর করোনায় সংক্রমণ-মৃত্যু বেড়েছে

করোনায় আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর চাঁদপুরে সর্বশেষ একজনের মৃত্যু হয়। এরপর টানা ২৪ দিন মৃত্যুশূন্য ছিল জেলাটি। তবে ফের করোনায় মৃত্যু দেখলো চাঁদপুরের বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে দু্জন মারা গেছেন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০০ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩৬ জন।

শনিবার (২ অক্টোবর) রাতে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার (২ অক্টোবর) ২১৭টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সাতজন, হাজীগঞ্জের একজন, ফরিদগঞ্জের ছয়জন, কচুয়ার একজন ও শাহরাস্তির চারজন।

জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ছয় হাজার ২৭০, ফরিদগঞ্জে এক হাজার ৬২৭, মতলব দক্ষিণে এক হাজার ২৬০, শাহরাস্তিতে এক হাজার ৬২৮, হাজীগঞ্জে এক হাজার ৫২৬, হাইমচরে ৮৪৬, মতলব উত্তর ৯০১ ও কচুয়ায় ৮৪২ জন।

মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ৯৫, ফরিদগঞ্জে ৩৫, মতলব দক্ষিণে ১৭, শাহরাস্তিতে ৩০, হাজীগঞ্জে ২৬, হাইমচরে সাতজন, মতলব উত্তরে ১৪ ও কচুয়ায় ১৩ জন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর