ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আনসার ভিডিপির ৫০ মিনিটের বর্ণাঢ্য শোভাযাত্রা

মহান স্বাধীনতার ৫০ বছর ও মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্ণাঢ্য পতাকা মিছিল করে।

বুধবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মঠখোলায় জেলা কার্যালয় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই শোভাযাত্রা চাঁদপুর পুলিশ লাইনস্ ঘুরে পুনরায় নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় চাঁদপুর জেলাসদর ও ৭ উপজেলায় কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জাতীয় পতাকা হাতে নিয়ে দীর্ঘ ৫০ মিনিটের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এতে নেতৃত্ব দেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন সবুজ।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই জমকালো বর্ণাঢ্য পতাকা মিছিলের আয়োজন করে। জাতীয় সকল কার্যক্রমের সাথে আমাদের নিজস্ব কার্যক্রম সর্বদা পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন বাহিনীর সাথে সাথে আমাদের আনসার সদস্যরাও এগিয়ে যাচ্ছে।

এসময় মতলব দক্ষিণ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাকিবুল মাওলা, চাঁদপুর সদর উপজেলার আনসার প্রশিক্ষক শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, প্রশিক্ষিতা রাজিয়া বেগম, আইরিন পারভিনসহ সাধারণ আনসার, বিডিপি ও ব্যাটেলিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর