ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আগুনে পুড়ে শিশুসহ ৫ বসতঘর ছাই

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আগুনে পুড়ে শিশুসহ ৫টি বসতঘর ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর ঘরে হঠাৎ করেই আগুন সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় পাশের আরো ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি জয়নাল গাজীর ৩ বছরের ঘুমন্ত শিশুটিও। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় শিশুটিও।

স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার খবর শুনে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সাথে কথা হলে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মোট ৫টি বসতঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আর একজন শিশু মারা যায়।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর