ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের (২৪) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার মগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ঢাকা অভিমুখী আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া জানান, এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা মরদেহ উদ্ধার করেছি।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized