স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াধারিতে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরা। ২১ নভেম্বর দিবাগত গভীর রাতে ১৭৭ নং ঘোড়াধারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রিজের উপর সাঁটানো নৌকা প্রতীক কেরোসিন ঢেলে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির পাটোয়ারী। তিনি বলেন, বঙ্গবন্ধুর মার্কা ও জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আমার নিজ খরচে এই নৌকা প্রতীকটি তৈরি করে ব্রিজের উপর সাঁটিয়ে দেই। আর এই মার্কা গভীর রাতে কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলেছে স্বাতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার পর পরই উপাদী দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফাকে অবহিত করি। পরে ২২ নভেম্বর সকালে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুমন মাস্টার ও সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারসহ দলীয় নেতা-কর্মীদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জালাল উদ্দিন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ। এদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপাদী দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা জানান, আমাকে জানানোর পর পরই আমি ঘটনাস্থলে আসি এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি। এ ঘটনাটি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরাই ঘটিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ইউনিয়ন রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
স্বাতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি এই প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার জানান, রাতের অন্ধকারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনরাই এ ঘটনাটি ঘটিয়েছে।
মতলব দক্ষিণ অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।