ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ সংরক্ষণে হাইমচরে সচেতনতামূলক সভা

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়ন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরভৈরবী মাছঘাটে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।

প্রধান অতিথি উপস্থিত জেলেসহ সংশ্লিষ্টদেরকে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। জাটকা নিধন থেকে বিরত থাকার জন্য বলেন। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যারা মেঘনায় জাটকা নিধন করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

মার্চ-এপ্রিল দুই মাস অভিযান বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ইউএনও। সভায় সভাপতিত্ব করেন হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমান। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কোস্ট গার্ড, নৌ পুলিশ, জেলে, জেলে প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ফিশগার্ড ও লিফগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - হাইমচর

জনপ্রিয় - হাইমচর