স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে থানা পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ হোসেন নামে এক অটোবাইক চোরকে আটক করেছে। ১৮ অক্টোবর থানার এসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের ছৈয়াল বাড়ি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া জানান, উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁ গ্রাম থেকে ৩টি অটোবাইক চুরি হয়। ওই ঘটনায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ফরহাদকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।